বলিউডের আইকনিক নায়িকা কঙ্গনা রানাউত রাজনীতির মঞ্চে পা রেখেছিলেন চমক দিয়ে, কিন্তু এবার মনে হচ্ছে, অভিনয়ের প্রতি আকর্ষণ আবার জোরালোভাবে ফিরে এসেছে। সংসদে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতার পরও কঙ্গনা বারবার ইঙ্গিত দিয়েছেন, রাজনীতি নয়, অভিনয়ের মঞ্চেই তার আসল জায়গা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কঙ্গনা তার সুপারহিট ছবির সিকুয়েল দিয়ে ফের দর্শকের সামনে হাজির হতে চলেছেন। আগামী নভেম্বর থেকে শুরু হবে ‘কুইন ২’ সিনেমার শুটিং, যা ভারতের পাশাপাশি লন্ডনে ধারণ করা হবে। ছবির চিত্রনাট্য ইতোমধ্যেই প্রস্তুত।
একই সঙ্গে কঙ্গনা ‘তনু ওয়েড্স মনু’ সিরিজের তৃতীয় কিস্তির পরিকল্পনাও নিচ্ছেন। ‘তনু ওয়েড্স মনু রিটার্ন্স’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। জানা গেছে, ২০২৬ সালে শুটিং শুরু হবে এবং ‘কুইন ২’-এর কাজ শেষ হবার পরপরই আনন্দ এল রাই পরিচালিত এই ছবির কাজ শুরু করবেন কঙ্গনা।
২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হন কঙ্গনা। তবে মাত্র এক বছরে রাজনীতির জটিলতায় হতাশা প্রকাশ করেছেন তিনি। সাধারণ মানুষের সমস্যার সঙ্গে ব্যক্তিগত প্রত্যাশার ফারাক এবং রাজনীতির আর্থিক দিক কঙ্গনার অসন্তুষ্টির কারণ হিসেবে দেখা যায়।
এবার অভিনয়ে ফিরে এসে কঙ্গনা নিশ্চিতভাবে দর্শকদের মুগ্ধ করার লক্ষ্য নিয়েছেন। ‘কুইন ২’ এবং ‘তনু ওয়েড্স মনু ৩’ সিনেমার মাধ্যমে তার ফেরার অপেক্ষা দর্শকরা অধীর আগ্রহে করছেন।