বলিউড অভিনেত্রী ও মান্ডির সংসদ সদস্য কঙ্গনা রানাউত স্পষ্টভাষী হিসেবেই পরিচিত। রাজনীতিতে এক বছর পূর্ণ করতে চলার প্রাক্কালে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের অভিজ্ঞতার কথা খোলাখুলি তুলে ধরেছেন—যা এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
কঙ্গনার ভাষায়, সংসদ সদস্য হিসেবে রাজনীতি থেকে যে পরিমাণ বেতন পাওয়া যায়, তা দিয়ে জীবনধারণ কঠিন। তিনি বলেন, “বেতন থেকে খরচ বাদ দিলে হাতে মাত্র ৫০–৬০ হাজার টাকা থাকে। অনেক সময় প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়, যেখানে যাতায়াতসহ নানা খরচ হয় বেশি। তাই সংসদ সদস্য হিসেবে টিকে থাকতে হলে আলাদা কোনো পেশায় যুক্ত থাকা প্রয়োজন।”
তিনি আরও যোগ করেন, “রাজনীতি আসলে শখের পেশা। একজন সৎ ব্যক্তি কেবল রাজনীতি করে সংসার চালাতে পারবেন না। অনেক সংসদ সদস্যই আইনজীবী বা ব্যবসায়ী, তাই তারা পারেন। আমারও কিছু বিকল্প আয়ের পথ থাকায় টিকে থাকতে পারছি।”
এর আগের এক সাক্ষাৎকারেও কঙ্গনা বলেছিলেন, “রাজনীতি একেবারেই ভিন্ন জগত। এটা সমাজসেবা মূলক কাজ। কিন্তু আমি কোনোদিন মানুষের সেবা করার পরিকল্পনা করিনি, তাই পুরোপুরি উপভোগ করতে পারছি না।”
এই বক্তব্যের পর অনেকেই বলছেন, রাজনীতিতে যোগদানের এক বছরের মাথাতেই কঙ্গনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে। গ্ল্যামার ভরা চলচ্চিত্রজগতের সঙ্গে রাজনীতির বাস্তবতা মেলাতে গিয়ে দ্বিধায় পড়েছেন তিনি। তবে অকপটভাবে নিজের অবস্থান জানিয়ে কঙ্গনা আবারও প্রমাণ করলেন—তিনি যা ভাবেন, সেটাই বলেন।