বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয়—এমন রাজনীতিতে জড়িত হওয়ার বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “কেউ যদি মনে করেন আমি রাজনীতি করব, অবশ্যই আপনি রাজনীতির অঙ্গনে চলে যান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিন। কারণ, রাজনীতিতে যোগ্য লোকের দরকার আছে। সেখানে আপনি সম্মান পাবেন। কিন্তু পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্বরে আনবেন না।”
তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সামনের দিনগুলোতে রাজনৈতিক সরকার এ বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনবে।”
নিজের দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে উপদেষ্টা বলেন, “আমি ৪০ বছর নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছি। কখনো জ্ঞানত ফাঁকি দিইনি। সব সময় নীতিবান শিক্ষক হিসেবে আদর্শ ধারণ করতে চেয়েছি। কিন্তু আমি দেখেছি, অনেক শিক্ষক ৩০–৪০টি ক্লাসের মধ্যে মাত্র ৪–৫টি ক্লাস করেন। ছাত্ররা ক্লাসের জন্য অপেক্ষা করলেও তারা বসে গল্প করছেন। এমন আচরণ শিক্ষকের মর্যাদা ও দায়িত্ববোধের সঙ্গে যায় না।”
তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও স্বচ্ছতার অভাবের কথা তুলে ধরে বলেন, “আগে শিক্ষক রিক্রুটমেন্ট না হয়ে ভোটার রিক্রুটমেন্ট হতো। এই বাস্তবতা থেকে বেরিয়ে এসে নতুনভাবে সব কিছু ঢেলে সাজাতে হবে।”
শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত উপস্থিতি ও মনোযোগ আশা করতে হলে শিক্ষকদের নিজেদের নৈতিকতা ও দায়িত্ববোধ আরও দৃঢ়ভাবে পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।