Ridge Bangla

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই কম্পন হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের ঢেকিয়াজুলি এলাকায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এ কম্পনের উৎপত্তি হয়। গভীরতা কম থাকায় কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

এদিকে, জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতে ৫ দশমিক ৭১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প আঘাত হানার সময় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভবন দুলতে থাকে। হঠাৎ এ ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে বেরিয়ে আসেন। তবে এ পর্যন্ত কোনো ধরনের হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন