Ridge Bangla

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানী ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনটি স্বল্পস্থায়ী হলেও বেশ কিছু জায়গায় ভবন ও স্থাপনা কেঁপে ওঠে, ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। উৎপত্তিস্থল ছিল ঢাকার প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পূর্বে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে।

এদিকে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে। এটি কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের সময় অনেক মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্ভাব্য পরবর্তী কম্পনের বিষয়ে সতর্ক রয়েছে এবং নাগরিকদের সতর্ক থেকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।

আরো পড়ুন