রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ভূকম্পনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেককে এই ভূমিকম্প নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে ভূমিকম্পের উৎসস্থান ও মাত্রা সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় রয়েছে দেশবাসী।
বিস্তারিত আসছে…