গতকাল বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। উত্তরার কসাইবাড়ি, আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-
- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মোখাউলা গ্রামের সেলিমের ছেলে আরিফ নাঈম
- বগুড়ার শাহজাহানপুর উপজেলার বীরগ্রামের আব্দুল গণির ছেলে মোহাম্মদ মারুফ
- নরসিংদীর পলাশ উপজেলার করতেতুন গ্রামের মৃত আওলাদের ছেলে মোহাম্মদ হৃদয়
- পিরোজপুরের মঠবাড়িয়ার আব্দুল গণির ছেলে মোহাম্মদ রায়হান
- নরসিংদীর সদর উপজেলার পেয়ারা গ্রামের মিন্টু মিয়ার ছেলে মো. সোহান (২৫)
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ছিনতাই, চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।