রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ১৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নতুন করে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
পোস্টে আরও জানানো হয়, এখন পর্যন্ত দুর্ঘটনায় মোট ৩২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), যেখানে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১১ জন।
তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সর্বশেষ তথ্যমতে, এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার একটি ভবনে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় বহু শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মচারী ও আশপাশের বাসিন্দারা হতাহত হন। দুর্ঘটনার পরপরই দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
এদিকে, আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ, ঢাকা মেডিকেলসহ রাজধানীর বিভিন্ন হাসপাতাল সর্বোচ্চ প্রস্তুতিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে চিকিৎসকদের মতে, দগ্ধদের অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক।