Ridge Bangla

রাজধানীতে হোটেল কক্ষে একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যু

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল কক্ষ থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন লক্ষ্মীপুরের বাসিন্দা মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না ও ১৭ বছর বয়সী ছেলে আরাফাত হোসেন নাইম। রোববার (২৯ জুন) সকালে মগবাজারের ‘হোটেল সুইটস লিপ’ থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে, নিহতদের সঙ্গে কেউ হোটেলে প্রবেশ করেছিল কি না। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মীর আসাদুজ্জামান বলেন, “তিনটি মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।”

পুলিশ সূত্রে জানা যায়, মনির হোসেন গতকাল (২৮ জুন) বিকেলে ছেলের চিকিৎসার জন্য স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই হোটেলে ওঠেন। আজ সকালে তাঁদের এক আত্মীয় হোটেলে গেলে স্বপ্নাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই স্বপ্নার মৃত্যু হয়। পরে মনির হোসেন ও তার ছেলেও অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মনির আইসিইউতে মারা যান, কিছুক্ষণ পর তার ছেলেরও মৃত্যু হয়।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন