রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এ হামলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পরিবহনের অন্তত ১০ থেকে ১২ জন কর্মীকে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু অভিযোগ করে বলেন, স্থানীয় বিল্লাল হোসেন তালুকদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল হঠাৎ কাউন্টারে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে কর্মীদের ওপর হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ধূমপান নিয়ে কথাকাটাকাটির জের ধরেই এ হামলা হয়ে থাকতে পারে। হঠাৎ কয়েকজন যুবক কাউন্টারে ঢুকে কর্মীদের ওপর হামলা চালায়। তবে বাসে ওঠার অপেক্ষায় থাকা যাত্রীরা নিরাপদে ছিলেন বলে তারা জানান।
সোহাগ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো রাজনৈতিক বিরোধ বা প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই। এটি হঠাৎ পরিকল্পিতভাবে সংঘটিত একটি ঘটনা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে। পাশাপাশি প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।