আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের এক সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে ভোরবেলা রাব্বির সঙ্গে পূর্বপরিচিত কয়েকজনের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, রাব্বি ও তার বন্ধুরা নিয়মিত ওই সিসা বারে যেতেন। ঘটনার সময়েও তিনি বন্ধুদের সঙ্গে সেখানে ছিলেন। অভিযুক্তদের সঙ্গে রাব্বির আগে থেকেই পরিচয় ছিল।
ঘটনার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত রাব্বির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই পোস্টটি পাঠ হয়েছে: ৪