রাজধানীর আফতাবনগরের বি-ব্লকে রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রেখে বায়ুদূষণ সৃষ্টির দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
‘বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’-এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার। মামলার প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনিরউদ্দিন আহাম্মদ।
অভিযানের সময় দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিরা রাস্তায় বালু, ইট ও অন্যান্য নির্মাণসামগ্রী ফেলে রাখায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি আশপাশের এলাকায় ধুলাবালু উড়ে বায়ুদূষণ ঘটছে। এমন কর্মকাণ্ড রাজধানীর পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে—এ বিবেচনায় তিনজনকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় এবং পরিবেশ দূষণে জড়িত থাকলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বায়ুদূষণের উৎস শনাক্ত করে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর স্বাস্থ্য রক্ষায় এবং পরিচ্ছন্ন শহর গড়তে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।