Ridge Bangla

রাজধানীতে ঝটিকা মিছিল: ডিবির অভিযানে আ. লীগের ৬ নেতা-কর্মী আটক

রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নের অভিযোগে জামালসহ দলের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং আবুল হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী মো. কামাল হোসেন (৪৮), কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মনির হোসেন (৪৬), আওয়ামী লীগ কর্মী জামাল হোসেন (৪০), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রনি (৩৫), নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪), এবং ১ নম্বর গাজীপুর ইউপি সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা আওয়ামী লীগের সাবেক ইউপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বেইলি রোড থেকে কামাল হোসেনকে এবং রাত সাড়ে ১০টার দিকে জুরাইন এলাকা থেকে মনির হোসেনকে আটক করে ডিবির সাইবার বিভাগের একটি টিম।

একই রাতে সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ১০/এ সড়ক থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। এর আগে সন্ধ্যায় চকবাজার এলাকা থেকে মো. রনিকে আটক করে ডিবি রমনা বিভাগ। রাত পৌনে ১১টার দিকে একই এলাকায় মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকেও গ্রেপ্তার করে তারা।

অপরদিকে রাত দেড়টার দিকে বনশ্রী ডি ব্লক থেকে জামাল হোসেনকে আটক করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের টিম।

ডিবি জানায়, এই ছয়জন নেতাকর্মী ঢাকায় ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক জোগাড়ে সক্রিয় ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৩

আরো পড়ুন