Ridge Bangla

রাজধানীতে অভিযান: ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

রোববার (০৩ আগস্ট) রাজধানীর চকবাজার, ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহারে সতর্ক করা হয়।

এছাড়া, খুলনা ও সিরাজগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে দুটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের অভিযানে একটি অবৈধ সীসা ব্যাটারি কারখানা উচ্ছেদ করা হয়।

এদিকে, রাজধানীর পশ্চিম আগারগাঁও ও রমনা এলাকায় নির্মাণ সামগ্রীর মাধ্যমে বায়ু দূষণের অভিযোগে দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে তিনটি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন