Ridge Bangla

রাজউকের ১৬ বছরের আয়-ব্যয়ের যাবতীয় কার্যক্রম নিরীক্ষার নির্দেশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আয়-ব্যয়ের হিসাবসহ প্লট ও ফ্ল্যাট হস্তান্তর ও বরাদ্দ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের ব্যাপক নিরীক্ষা পরিচালনার নির্দেশ দিয়েছে। রোববার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সেই অনুযায়ী নিরীক্ষা সম্পাদন করতে হবে। রাজউক কর্তৃক আয়-ব্যয়ের হিসাব, প্লট ও ফ্ল্যাট বরাদ্দসহ সব ধরনের আর্থিক কার্যক্রম আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরীক্ষার আওতায় আনা হবে।

নিরীক্ষা কার্যক্রম শুরু হওয়ার আগে গঠিত নিরীক্ষা টিমের সদস্যদের নাম, পদবি, মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিরীক্ষার প্রক্রিয়া চলাকালীন সময়ে রাজউককে যথাযথভাবে অবহিত রাখতেও বলা হয়েছে।

নিরীক্ষা কাজ তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এবং নিরীক্ষা শেষে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে বিশদ প্রতিবেদন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রাজউকের দীর্ঘদিনের আয়-ব্যয়ের বিষয়ক এই নিরীক্ষার মাধ্যমে কর্তৃপক্ষের আর্থিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

আরো পড়ুন