রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে রাঙ্গামাটিগামী ‘রবি এক্সপ্রেস’ বাসটি কাউখালী উপজেলার বেতবুনিয়ার মনাইরটেক এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে বাসের চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
ঘটনার পর পার্শ্ববর্তী রাবার বাগান চেকপোস্টের পুলিশ সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন এবং আহতদের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, “দুর্ঘটনায় গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারে ক্রেন আনার ব্যবস্থা করা হয়েছে।”
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।