Ridge Bangla

রাকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্পন্ন হয়েছে।

সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দিনের সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভিড় বাড়তে থাকে। ভোটগ্রহণের শেষ সময়ে অনেক কেন্দ্রের বাইরে ভোটারদের লাইনও দেখা যায়। নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয় মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে।

এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে মোট ১১টি প্যানেল, যার মধ্যে রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল। সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল সংসদের ১৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৯৭ জন প্রার্থী।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮,৯০১ জন, যার মধ্যে নারী ভোটার ১১,৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭,৫৯৬ জন। ভোটাররা সকালে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে পৌঁছান এবং দিনের শেষে তাদের ভোট প্রদান শেষ করেন।

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিকিউরিটি কর্মকর্তা এবং স্বতন্ত্র পর্যবেক্ষকরা দায়িত্বে ছিলেন। ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলাফল গণনা ও ঘোষণা প্রক্রিয়া শুরু করবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন