Ridge Bangla

রাকসু নির্বাচনের প্রচারণা শুরু

শারদীয় দুর্গাপূজা ও টানা ১৫ দিনের ছুটির পর আবারও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে পূর্বে অনুষ্ঠিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি শেষে এবার প্রার্থীরা হল ও মেসগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে কিছু প্যানেল ও ছাত্রদল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। নির্বাচন কমিশন প্রচারণার সময় বাড়িয়ে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত করেছে।

বুধবার সকাল থেকেই পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, একাডেমিক ভবন সংলগ্ন চায়ের দোকান, আবাসিক হল ও ক্যাম্পাস সংলগ্ন মেসগুলোতে প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। এবারের নির্বাচনে রাকসুর ২৩টি পদে লড়ছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে নারী ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ১৭ হাজার ৫৯৬। এছাড়া সিনেট নির্বাচনে ৩০৬ এবং হল সংসদে ৬০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছাত্রদল সমর্থিত নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, “দীর্ঘ ছুটির পর আমরা আবার প্রচারণায় ফিরেছি। শিক্ষার্থীদের দাবি শোনা ও পূরণের প্রতিশ্রুতি দিচ্ছি।” শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “নির্বাচন আবার উত্সবমুখর পরিবেশে ফিরে এসেছে। শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।”

প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ চলবে আটটি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে, ৯৯০টি বুথে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন