Ridge Bangla

রণবীরের নতুন নায়িকা শ্রীলীলা, আসছে বড় চমক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রীলীলা এবার বলিউডে নিয়ে আসছেন নতুন চমক। কার্তিক আরিয়ানের সঙ্গে রোমান্স করে দর্শকদের মন জেতার পর এবার তাকে দেখা যাবে রণবীর সিং ও ববি দেওলের সঙ্গে জুটি বাঁধতে। সিনেমার নাম এখনও প্রকাশ হয়নি, তবে বলিউডের এই বহু প্রতীক্ষিত প্রকল্প ঘিরে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে জোর আলোচনা শুরু হয়েছে। শ্রীলীলার যোগ হওয়ায় সেই উত্তেজনায় যেন আরও রঙ চড়েছে।

ফিল্মফেয়ার-কে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রণবীর সিং, ববি দেওল ও শ্রীলীলা তিনজনই তাদের চরিত্রের জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। বলা হচ্ছে, এই সিনেমাটি তাদের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবু এই নতুন জুটিকে নিয়ে দর্শক-প্রত্যাশা তুঙ্গে।

সম্প্রতি ফাঁস হওয়া কিছু ছবিতে ববি দেওলকে দেখা গেছে একেবারে ভিন্ন, রগচটা লুকে। যা দেখে ছবির গল্প ও চরিত্রগুলোর রহস্য আরও বেড়ে গেছে।

এদিকে রণবীর সিংও ব্যস্ত জাওয়ানখ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে বড় বাজেটের একটি বিজ্ঞাপনচিত্রে। সেখানে রণবীরের সঙ্গে থাকছেন ববি দেওল, শ্রীলীলা এবং কমেডি অভিনেতা রাজপাল যাদব। বিজ্ঞাপনটি হবে অ্যাটলির নিজস্ব ঘরানার “অ্যাকশন-কমেডি এনসেম্বল”। এতে থাকবে দুর্ধর্ষ স্ট্যান্ট ও আকর্ষণীয় ভিজ্যুয়াল।

সবমিলিয়ে শ্রীলীলাকে নিয়ে রণবীর-ববির এই নতুন জুটি দর্শকদের জন্য এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা হয়ে আসছে। দক্ষিণের জনপ্রিয় এই নায়িকার প্রথম বলিউড বড় প্রজেক্ট ঘিরে তাই ভক্তদের আগ্রহ এখন শিখর ছুঁইছুঁই।

আরো পড়ুন