Ridge Bangla

‘রঙ্গিলা কইতর’ গানে প্রিয়া অনন্যা ও লিটন

বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা নিয়মিত শোবিজ অঙ্গনে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘রঙ্গিলা কইতর’ শিরোনামের নতুন মিউজিক ভিডিওতে, যা প্রকাশ পেয়েছে ফ্ল্যাশ মিউজিক ইউটিউব চ্যানেলে। গানটির কথা ও সুর করেছেন রনক রায়হান, আর সঙ্গীত আয়োজন করেছেন এন এ ফরহাদ।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও শাহনাজ রহমান স্বীকৃতি। প্রিয়া অনন্যার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আমিনুর ইসলাম লিটন। ভিডিও পরিচালনা করেছেন নাজমুল ইভান এবং কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেল্লাল।

প্রিয়া অনন্যা বলেন, “‘রঙ্গিলা কইতর’ একটি অসাধারণ রোমান্টিক গান। আমি প্রথমবার লিটন ভাইয়ের সঙ্গে কাজ করলাম, খুব ভালো লেগেছে। বর্তমান সময়ের দর্শকদের চোখে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। আশা করছি, দর্শকরা এটি পছন্দ করবেন।”

মিউজিক ভিডিওতে প্রিয়া অনন্যা ও লিটনের অভিনয়, নান্দনিক সেট এবং কোরিওগ্রাফি দর্শকদের মনোরঞ্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গানটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইউটিউব প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ব্যাপক দর্শক সাড়া পেয়েছে।

‘রঙ্গিলা কইতর’ তাদের ভক্তদের জন্য নতুন এক রোমান্টিক অভিজ্ঞতা হিসেবে ধরা দিচ্ছে। প্রিয়া ও লিটনের যুতসই অভিনয় এবং ভিডিওর ভিজ্যুয়াল এটির আবেদনকে আরও বৃদ্ধি করেছে। শোবিজ অঙ্গনের এ নতুন মিউজিক ভিডিও দর্শকদের কাছে ইতোমধ্যেই আলোচিত হয়ে উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন