Ridge Bangla

রংপুরে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

রংপুর সদর উপজেলার বুড়িরহাট এলাকায় বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে এক বিশেষ অভিযানে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। বিকেল ৪টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশীদের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় কয়েকটি দোকান থেকে বিপুল পরিমাণে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিনারা হাফিজা ফেরদৌসি ও জেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। জব্দকৃত কারেন্ট জালগুলো তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য কর্মকর্তারা জানান, কারেন্ট জাল পরিবেশ ও জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে শুধু ছোট মাছই ধরা পড়ে না, বরং নদী ও জলাশয়ের সামগ্রিক প্রাণবৈচিত্র্য হুমকিতে পড়ে। তাই মৎস্য অধিদপ্তর নিয়মিত অভিযান চালিয়ে অবৈধভাবে উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি রোধে কাজ করছে।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, “অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও আমরা কাজ করছি। মাছের প্রজনন মৌসুমে এসব জালের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। তাই কেউ যাতে এ ধরনের কার্যক্রমে জড়াতে না পারে, সে জন্য নজরদারি জোরদার থাকবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন