রংপুর নগরীর বেতপট্টি এলাকায় ‘লক্ষ্মী জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান থেকে দীর্ঘ ৪ মাস আগে ১০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় ৫ নারীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, দীর্ঘ তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সংঘবদ্ধ নারী চোর চক্রের এই পাঁচজনকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর জেলার অভয়নগর থানার হীরা পারভীন (৪৭), রিপা পারভীন (৪০), ঢাকার মুগদা থানার শারমিন বিউটি (৪৩), কিশোরগঞ্জ জেলার তাসলিমা বেগম (৫৫) এবং কুষ্টিয়া জেলার রুনু বেগম (৪৫)। পুলিশ জানায়, তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ মে দুপুরে দুটি দলে বিভক্ত হয়ে ওই নারীরা দোকানে প্রবেশ করে কর্মচারীদের ব্যস্ত রাখে। এ সুযোগে ক্যাশ কাউন্টারের পাশে রাখা স্বর্ণের বক্সটি কৌশলে নিয়ে পালিয়ে যায় তারা। দোকানের মালিক পরের দিন অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।
মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের পরিদর্শক অশোক কুমার চৌহান জানান, গ্রেপ্তারকৃতরা চুরিকৃত স্বর্ণের একটি অংশ ইতিমধ্যে বিক্রি করেছে। চুরি হওয়া ১০০ ভরি স্বর্ণ উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযান পরিচালনায় এসআই প্রণয় কৃষ্ণ, এসআই মমিনুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।