সারাদেশে যৌথ বাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
আইএসপিআর জানায়, গত ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, মাদক কারবারি, শিশু পাচারকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ মোট ৬৯ জনকে আটক করা হয়।
অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি ককটেল, ২৭ রাউন্ড গুলি, দেশি-বিদেশি ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইলফোন, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া আইএসপিআর জানিয়েছে, দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপ ও মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও বাহিনী সক্রিয় ভূমিকা রাখছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।