Ridge Bangla

যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে সাত দিনে আটক ২৮৮

রাজধানীসহ সারা দেশে গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২৮৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেলসহ বিভিন্ন নিষিদ্ধ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে ঢাকাসহ সারাদেশে অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়।

আইএসপিআর জানায়, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৫৬টি ভিন্ন ধরনের গোলাবারুদ, ২টি ককটেল, ৩টি ম্যাগাজিন, নেশাজাত দ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মাল এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনি কার্যক্রম পরিচালনার জন্য সকলকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন