Ridge Bangla

যে কারণে মেয়েকে লোকচক্ষুর আড়ালে রাখেন রানি মুখার্জি

দুর্গাপূজার রঙিন আয়োজন এবং আলোয় ভরা মুখার্জি পরিবারের প্যান্ডেল এই সময়ে সবসময়ই আলোচিত হয়ে থাকে। প্রতিদিনই এখানে মিলিত হন বলিউডের জনপ্রিয় তারকারা। রানি মুখার্জি, কাজল, রণবীর-আলিয়া, বিপাশা বসুসহ অজয় দেবগন সবাই এই উৎসবে উপস্থিত থাকেন। তবে ভক্তদের মধ্যে এক বড় প্রশ্ন ছড়িয়েছে, কেন দেখা মেলেনি রানির মেয়ে আদিরার সঙ্গে?

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, জন্মের পর থেকেই রানি এবং তার স্বামী আদিত্য মুখোপাধ্যায় মেয়েকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। আদিরার কোনো ছবি প্রকাশ্যে আসেনি। দুর্গাপূজার চার দিনেও মেয়েকে দেখা যায়নি মায়ের সঙ্গে। এর বিপরীতে, কাজল তার দুই সন্তানকে নিয়ে পূজার প্রতিটি দিন আনন্দময়ভাবে কাটিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি বলেন, “আমি এবং আদিত্য দুজনেই চাই না, আদিরা অহেতুক সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হোক। আমরা চাই না, শুধু মা-বাবার পরিচিতি ব্যবহার করে ওর সব কিছু হোক। ওকে নিজের দক্ষতা দিয়ে পরিচিতি অর্জন করতে হবে। তাই আমরা কখনোই চাই না, ক্যামেরার সামনে ওকে আনা হোক। এটি আমাদের যৌথ সিদ্ধান্ত।”

দুর্গাপূজার সময় রানি স্বামী ও মেয়েকে ছাড়াই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আনন্দ করতে দেখা গিয়েছে। তিনি এবং আদিত্য মনে করেন, আদিরার ব্যক্তিগত জীবন ও স্বাধীনতা রক্ষা করা গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তই মূলত ভক্তদের কৌতূহল এবং মিডিয়ার নজরের মধ্যেও এক ধরনের সীমারেখা তৈরি করেছে। রানি-আদিত্য দম্পতি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, শিশুকাল থেকেই আদিরা নিজের প্রতিভা এবং যোগ্যতায় নিজের পরিচিতি গড়বে, যা তার ভবিষ্যতের জন্যই সেরা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন