এক সময় টলিউডের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। পর্দায় তাঁদের রোমান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছিল, তেমনি বাস্তব জীবনেও তাদের প্রেমের সম্পর্ক ছিল বহু চর্চিত। পরিবারের সম্মতি, ভক্তদের ভালোবাসা—সবই ছিল পাশে, তবুও শেষরক্ষা হয়নি। সময়ের আবর্তে একসঙ্গে পথচলা থেমে যায়।
২০০৯ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যালেঞ্জ’ সিনেমার মধ্য দিয়ে শুরু হয় দেব-শুভশ্রীর অনস্ক্রিন রসায়ন। ছবিটি বক্স অফিসে সাফল্য পেলে দর্শকদের ভালোবাসার সঙ্গে সঙ্গে জন্ম নেয় নতুন এক জুটির—দেব ও শুভশ্রী। এরপর একের পর এক হিট সিনেমা—‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’—তাদের রসায়ন আরও দৃঢ় করে।
‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির শুটিংয়ের সময় তাদের সম্পর্ক গভীর হয়, এমনকি পারিবারিক স্তরেও পৌঁছে যায়। শুভশ্রীর পরিবার দেবকে মেনে নিয়েছিল, আর ভক্তরা বিয়ের অপেক্ষায় ছিলেন। কিন্তু এই সম্পর্ক স্থায়ী হয়নি।
বিভেদের শুরু রুক্মিণী মৈত্রকে ঘিরে। দেবের জীবনে রুক্মিণীর আগমন এবং তাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা শুভশ্রীর নজরে আসে। তারপর থেকেই শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। এক সময় তাদের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘খোকা ৪২০’ ছিল তাদের একসঙ্গে করা শেষ ছবি—প্রেমও যেন সেখানেই শেষ।
তবে বিচ্ছেদের পরও ২০১৫ সালে ‘ধূমকেতু’ ছবির কাজ করেন তারা, যা নানা জটিলতায় এক দশক পর এখন মুক্তির অপেক্ষায়। এই ছবির প্রেক্ষাপটে পুরনো প্রেম ও স্মৃতি আবার আলোচনায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, “ভালো স্ক্রিপ্ট পেলে আবারও একসঙ্গে কাজ করতে আপত্তি নেই।” দেবও জানান, “এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব অনস্ক্রিন জুটি হিসেবে।”
নির্মাতা রাজ চক্রবর্তী ‘ধূমকেতু’র মুক্তি নিয়ে আশাবাদী, আর রুক্মিণী মৈত্রও বলেন, “আমি জানি, দেব কতটা প্রতীক্ষায় ছিলেন এই ছবির জন্য।”
তবে বাস্তবের পথ আলাদা হলেও, টলিউডের এই প্রিয় জুটির প্রেম, বিচ্ছেদ আর পেশাদার সম্পর্ক আজও দর্শকদের মনে এক রোমান্টিক অধ্যায় হিসেবেই থেকে গেছে।