জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে নিজের কাজের হালনাগাদ তুলে ধরেন। সম্প্রতি তিনি একটি পোস্টে ব্যক্ত করেছেন, ‘প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত।’
এই পোস্টের সঙ্গে মিথিলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে দেখা যায় তার প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যেখানে তিনি অংশ নেন নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ। এতে তিনি তার পিএইচডি গবেষণার কিছু অংশ উপস্থাপন করেন।
মিথিলা লিখেছেন, “আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের সুবর্ণ সুযোগে আমার গবেষণার প্রারম্ভিক অংশ উপস্থাপন করতে পেরেছি।” তিনি আরও বলেন, “লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ একটি সময় কাটল।”
পোস্টে তিনি উল্লেখ করেছেন, “প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত। তাদের অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই খুশি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।”
মিথিলার এই কার্যক্রম শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং তার সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতার পরিচয় বহন করে। তার শিক্ষামূলক ও গবেষণামূলক কাজের এই আপডেট ভক্ত ও অনুসারীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রিয় বিদ্যাপীঠে ফিরে এসে মিথিলা শুধু নিজের গবেষণা উপস্থাপন করলেন না, বরং শিক্ষার্থী ও দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে জ্ঞানের ভাগাভাগিরও সুযোগ সৃষ্টি করলেন।