আজ (১২ আগস্ট) ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে দেশের ৪ হাজার ৯৮৫ জন যুবককে মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হবে। এ ছাড়াও যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠত্বের ভিত্তিতে জাতীয় যুব পুরস্কার দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে প্রথম থেকে তৃতীয় স্থানসহ বিভাগীয় পর্যায় এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ট্রান্সজেন্ডার ও বিশেষ চাহিদাসম্পন্ন যুবকদের মধ্যে পুরস্কার দেওয়া হবে।
সোমবার (১১ আগস্ট) যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একই দিনে সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবারের যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’। প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে যুব উন্নয়ন অধিদপ্তর কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ ও স্বেচ্ছাসেবামূলক কাজের সুযোগ সৃষ্টি করছে।
বিগত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১ হাজার ৭৬ জনকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং, পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও মোবাইল ভ্যানের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে।
যুব দিবস উপলক্ষে স্মরণিকা, বার্ষিক প্রতিবেদন, পুরস্কারপ্রাপ্তদের সাফল্যের বই, ব্রোশিওর ও পোস্টার প্রকাশ করা হবে।