জাতীয়তাবাদী যুবদল দেশের ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে আগামী ১৭ জুলাই (বৃহস্পতিবার) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। রোববার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলটি ফকিরাপুল, দৈনিক বাংলা, প্রেসক্লাব, কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত যাবে। ঢাকার এই কর্মসূচিতে যুবদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর ইউনিট সক্রিয়ভাবে অংশ নেবে।
একইসাথে দেশের প্রতিটি জেলা ও মহানগর পর্যায়েও যুবদলের স্থানীয় ইউনিটগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করবে। তারা সরকারের অব্যবস্থাপনা ও দমনমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ কর্মসূচির নেতৃত্ব দেবেন এবং দেশের সব ইউনিটকে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও সফল কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার অবনতি, সহিংসতা ও বিচারহীনতার পরিবেশ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটেই জনগণকে সচেতন করতে যুবদল এই কর্মসূচি হাতে নিয়েছে।