Ridge Bangla

যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ

গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে জেরুজালেমের প্যারিস স্কয়ার ও তেল আবিবের রাস্তায় অন্তত ১৫ হাজার মানুষ আন্দোলনে অংশ নেয়। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জিম্মিদের পরিবার-স্বজনরা দাবি জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন অবিলম্বে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছান।

বর্তমানে গাজায় এখনও ৪৮ জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মুক্তি-চুক্তিতে সম্মতি দেয়নি। নেতানিয়াহু বরাবরের মতোই দাবি করে আসছেন, হামাসের ওপর পূর্ণ বিজয় অর্জনের মাধ্যমেই জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা হবে।

৭ অক্টোবর ২০২৩-এ হামাসের আকস্মিক হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫১ জনকে গাজায় নিয়ে যাওয়া হয়। পাল্টা অভিযানে ইসরায়েলি সেনাদের হামলায় এ পর্যন্ত অন্তত ৬৪,৩৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘ এই সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকার করলেও, ইসরায়েল তা নিয়ে আপত্তি জানিয়ে আসছে।

সমালোচকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত করলে জিম্মিদের জীবন আরও ঝুঁকিতে পড়বে এবং মানবিক বিপর্যয় মারাত্মক আকার ধারণ করবে। নেতানিয়াহু সরকার তবুও গাজার ওপর বৃহৎ স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক মাধ্যমে প্রকাশ্যে “গাজায় নরকের দ্বার উন্মুক্ত করার” হুমকি দিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন