যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
বৈঠকে কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চ্যুয়ালি অংশ নেন। সভা সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরে আন্তর্জাতিক বাজার থেকে মোট ৮ লাখ মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। এরই অংশ হিসেবে গত ১৮ নভেম্বর উপদেষ্টা পরিষদ কমিটি জিটুজি পদ্ধতিতে ৩ লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করে। সেই অনুমোদনের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়।
প্রস্তাব অনুযায়ী, প্রতি মেট্রিক টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১২.২৫ মার্কিন ডলার। ফলে ২ লাখ ২০ হাজার টন গম আমদানিতে ব্যয় হবে ৬ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪২ কোটি ৬ লাখ টাকা।
যুক্তরাষ্ট্রের ইউএস হোয়াট অ্যাসোসিয়েটস কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এই গম আমদানি করা হবে। সভায় আরও জানানো হয়, চলতি অর্থবছরে ইতোমধ্যে আন্তর্জাতিক বাজার থেকে ৪ লাখ ৯০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে।