Ridge Bangla

যুক্তরাষ্ট্র থেকে ১৭ হাজার মেট্রিক টন জরুরি খাদ্য সহায়তা পেল বাংলাদেশের রোহিঙ্গারা

Rohingya refugees in Bangladesh

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং অন্যান্য দাতা দেশ ও আন্তর্জাতিক অংশীদারদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।

খাদ্য সহায়তার এই চালান যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত পণ্যে গঠিত। এটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর মাধ্যমে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জরুরি প্রয়োজন মেটাতে বিতরণ করা হবে। মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় যুক্তরাষ্ট্রের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন