Ridge Bangla

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি সই করেছেন ট্রাম্প, ভারতকেও রেখেছেন নজরে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার রাতে এক বক্তব্যে তিনি বলেন, “আমরা চীনের সঙ্গে কয়েকদিন আগে সই করেছি।” তবে চুক্তির বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।

মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে চুক্তিটি সই হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও তিনিও এর বিস্তারিত এড়িয়ে যান।

উল্লেখ্য, এই চুক্তি মূলত মে মাসে জেনেভায় অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় সম্পন্ন হয়েছে। তখন দুই দেশই পারস্পরিক শুল্ক বৃদ্ধির হুমকি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তী বৈঠক হয় লন্ডনে। সেই আলোচনার ভিত্তিতেই চুক্তির খসড়া তৈরি এবং সই সম্পন্ন হয়।

এদিকে চীনা কর্তৃপক্ষ চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘রেয়ার আর্থ’ উপাদান রপ্তানির অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করছে। এসব উপাদান আধুনিক প্রযুক্তি ও বৈদ্যুতিক গাড়ির জন্য গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইতোমধ্যে কিছু আবেদন অনুমোদিত হয়েছে, যা চুক্তি বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ভারতের সঙ্গেও খুব শিগগিরই একটি অনুরূপ বাণিজ্য চুক্তি সই হবে। ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার, তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শুল্ক ও আমদানি নীতিকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-চীন চুক্তি বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে এবং ভারতকে পরবর্তী কৌশলগত বাণিজ্য অংশীদার হিসেবে বিবেচনা করা যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক কৌশলের অংশ।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন