Ridge Bangla

যুক্তরাষ্ট্র ও কানাডায় নতুন রেকর্ড গড়ল জয়ার সিনেমা

যুক্তরাষ্ট্র ও কানাডায় জয়া আহসানের অভিনীত ‘ডিয়ার মা’ চলচ্চিত্র নতুন রেকর্ড গড়েছে। অনিরুদ্ধ রায় চৌধুরীর এই সিনেমাটি মাত্র তিন দিনে প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পায়। প্রথম দিনের আয় ছিল ১১ হাজার ১০০ ডলার, যা কলকাতার কোনো বাংলা ছবির জন্য এত অল্প সময়ে অর্জিত একটি বড় রেকর্ড।

জয়া আহসান বলেন, “অনিরুদ্ধ রায় চৌধুরী সম্পর্কের গল্প বলায় পারদর্শী। তার ছবিগুলো পারিবারিক ও মনস্তাত্ত্বিক বিষয়ের ওপর নির্মিত। ‘ডিয়ার মা’ এমন একটি ছবি যা পরিবারের সবাই মিলে দেখতে পারবেন। এটি এমন একটি ছবি যা পরিবারকে কেন্দ্র করে তৈরি।”

বিপণন প্রতিষ্ঠান বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, “ভাল গল্পের ছবি সবসময় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। ‘ডিয়ার মা’ দেখার পর কেউ মুগ্ধ না হয়ে কথা বলেননি। এটি অনিরুদ্ধ রায়ের ছবির সবচেয়ে বড় বিশেষত্ব। বাংলা চলচ্চিত্রের যে কোনও সাফল্য মানে বাংলা ভাষার প্রতি কাজ করা শিল্পীদের জন্য বড় জয়।”

‘ডিয়ার মা’ প্রথম সপ্তাহে প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পেলেও আগামী সপ্তাহে মুক্তির সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ‘অন্তহীন’, ‘অনুরণন’, ‘পিংক’খ্যাত অনিরুদ্ধ রায় চৌধুরী প্রায় ১০ বছর পর আবার বাংলা সিনেমা নির্মাণে ফিরেছেন। এই ছবিতে জয়া আহসান ছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায়, নন্দিকা দাস, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ আরও অনেকে অভিনয় করেছেন। ‘ডিয়ার মা’ বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

আরো পড়ুন