Ridge Bangla

যুক্তরাষ্ট্রে স্থগিত হলো ১৯টি দেশের অভিবাসন প্রক্রিয়া

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইউরোপের বাইরে থাকা ১৯টি দেশের সব ধরনের বৈধ অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা ঝুঁকি মোকাবিলার কারণ দেখিয়ে হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ আরও কঠোর করে তুলেছে। খবর – রয়টার্স।

সিদ্ধান্ত অনুযায়ী, যে ১৯টি দেশ আগে থেকেই আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিল, তাদের নাগরিকদের অভিবাসন আবেদন এখন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তালিকায় রয়েছে আফগানিস্তান, সোমালিয়া, সুদান, লিবিয়া, ইয়েমেন, ইরানসহ নিরাপত্তা উদ্বেগযুক্ত বহু দেশ। গত জুনে যাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তারাই এবার নতুন নীতির মূল টার্গেট।

সরকারি স্মারকে জানানো হয়, গত সপ্তাহে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় আফগানিস্তানের এক নাগরিককে গ্রেফতারের পর নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। ওই ঘটনায় একজন গার্ড সদস্য নিহত হন, অপরজন গুরুতর আহত হন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে অভিবাসীদের সংশ্লিষ্টতায় ঘটে যাওয়া কয়েকটি অপরাধকেও নীতির পেছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই সোমালি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করে আসছেন। তিনি প্রকাশ্যে তাদের ‘আবর্জনা’ বলে আখ্যায়িত করে বলেছেন, “আমরা তাদের আমাদের দেশে চাই না।” দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প প্রশাসন অভিবাসন আইনের প্রয়োগে আরও আক্রমণাত্মক অবস্থান নেয়। শুধু অবৈধ অভিবাসনই নয়, এবার বৈধ অভিবাসন কাঠামোকেও সীমিত করার দিকে জোর দিচ্ছে প্রশাসন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৭

আরো পড়ুন