মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুপার্ট মারডক ও তার ছেলে ল্যাকলান মারডক যুক্তরাষ্ট্রে টিকটকের সম্ভাব্য ক্রয়চুক্তিতে অংশ নিতে পারেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন ও ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেলও এ প্রস্তাবিত চুক্তিতে জড়িত থাকবেন।
আমেরিকান দেশপ্রেমিক হিসেবে তাদের উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা দারুণ কাজ করবে বলে আমি মনে করি। এই ব্যক্তিরা বিপুল অর্থ সংগ্রহ করতে সক্ষম হবেন। কংগ্রেস গত এপ্রিল মাসে একটি আইন পাস করেছিল যেখানে বলা হয়, বাইটড্যান্স তাদের মার্কিন শাখা বিক্রি না করলে টিকটক নিষিদ্ধ করা হবে। এ কারণে চীনা মালিকানাধীন এই অ্যাপের যুক্তরাষ্ট্র অংশ বিক্রির উদ্যোগ চলছে। বর্তমানে চুক্তি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আইনটির কার্যকারিতা স্থগিত রয়েছে।
মারডক পরিবার তাদের মিডিয়া সাম্রাজ্যের (ফক্স কর্প ও নিউজ কর্প) মাধ্যমে এ বিনিয়োগে অংশ নিতে পারে বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে। তাদের নিয়ন্ত্রণে ওয়াল স্ট্রিট জার্নাল ও ফক্স নিউজসহ প্রভাবশালী ডানপন্থি গণমাধ্যম রয়েছে। হোয়াইট হাউস আশা প্রকাশ করেছে খুব শিগগিরই এ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, মার্কিন অংশীদাররা কেবল তথ্য সুরক্ষাই নয়, বরং টিকটকের অ্যালগরিদমেরও নিয়ন্ত্রণ নেবে।
চুক্তিটি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রের দুটি শক্তিশালী পরিবার মারডক ও এলিসন দেশটির সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটিতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করবে। তবে চীন এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।