Ridge Bangla

যুক্তরাষ্ট্রে টিকটকের জন্য নতুন ক্রেতা খুঁজে পেয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, টিকটক কিনতে প্রস্তুত ‘অত্যন্ত ধনী ব্যক্তিদের’ একটি দল তাঁর সঙ্গে রয়েছে। রোববার (৩০ জুন) ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনে আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি তাদের পরিচয় প্রকাশ করতে পারেন।

ট্রাম্প আরও বলেন, চুক্তিটি বাস্তবায়নে চীনের সম্মতি প্রয়োজন হতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই অনুমোদন দেবেন। সাক্ষাৎকারটি ফক্স নিউজের ‘সানডে মার্নিং ফিউচারস উইথ মারিয়া বার্তিরোমো’ অনুষ্ঠানে প্রচারিত হয়, যেখানে ট্রাম্প মার্কিন-চীন বাণিজ্য, শুল্কনীতি এবং টিকটকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পাস হওয়া একটি আইনের পর থেকে টিকটকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ওই আইন অনুযায়ী, চীনা মালিকানায় থাকা টিকটক আলাদা না হলে সেটিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, টিকটকের মাধ্যমে চীনা সরকার মার্কিন ব্যবহারকারীদের তথ্য অপব্যবহার করতে পারে এবং কনটেন্টে প্রভাব বিস্তার করতে পারে।

চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প বাইটড্যান্সকে টিকটকের মালিকানা বিক্রির সময়সীমা তৃতীয়বারের মতো বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করেছেন। এই সময়সীমা দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার সম্ভাব্য সময়ের কয়েকদিন আগেই শেষ হবে।

টিকটক এরই মধ্যে এক দফা বন্ধ হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রে। তবে ট্রাম্পের আশ্বাসে আবার চালু হয়। তিনি বলেন, তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বাড়াতে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

টিকটকের সম্ভাব্য ক্রেতাদের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, অ্যাপলাভিন এবং পারপ্লেক্সিটি এআই-এর মতো কোম্পানির নাম শোনা যাচ্ছে। তবে মূল কোম্পানি বাইটড্যান্স আসলেই টিকটক বিক্রি করবে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের আইন অনুযায়ী, যদি টিকটকের মালিকানা হস্তান্তর না হয় বা যথাযথ অগ্রগতি না দেখানো হয়, তবে ১৯ জানুয়ারির মধ্যে অ্যাপটির কার্যক্রম যুক্তরাষ্ট্রে বন্ধ করে দিতে হবে।

ট্রাম্প এর আগে প্রস্তাব দিয়েছিলেন, কোনো মার্কিন বিনিয়োগকারী টিকটক কিনে নিলে এর ৫০% শেয়ার যুক্তরাষ্ট্র সরকার নিজের কাছে রাখতে পারে এবং যৌথভাবে এটি পরিচালনা করতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন