Ridge Bangla

যুক্তরাষ্ট্রে আগুন নেভানোর সময় বন্দুকধারীর গুলিতে দুই ফায়ারফাইটার নিহত

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইডাহোর পাহাড়ি অঞ্চলে অগ্নিকাণ্ড নেভানোর সময় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন দুই ফায়ারফাইটার। রোববার (২৯ জুন) কোউর ডি’অ্যালেন শহরের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কোতেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস জানান, আগুন নেভাতে গিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর একজন বন্দুকধারী উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে গুলি ছোড়ে। তিনি বলেন, “আমরা যখন ঘটনাস্থলে কথা বলছিলাম, তখনই স্নাইপার গুলি চালায়। কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, একাধিক স্থান থেকে গুলি আসছিল।”

এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো জানিয়েছেন, তাদের সদস্যরা ঘটনাস্থলে কৌশলগত সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। আইডাহোর গভর্নর ব্রাড লিটল এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে লেখেন, “আমাদের সাহসী ফায়ারফাইটারদের ওপর ভয়াবহ হামলা চালানো হয়েছে। আমি গোটা আইডাহোর মানুষকে নিহতদের পরিবারের জন্য প্রার্থনার আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, “পরিস্থিতি জটিল ও অনিরাপদ হয়ে উঠছে, তাই আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ারফাইটারদের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ করছি।”

শেরিফ নরিস আরও জানান, এখনো নিশ্চিত নয় কতজন বন্দুকধারী এ ঘটনায় জড়িত। ধারণা করা হচ্ছে, একাধিক ব্যক্তি গুলিবর্ষণে অংশ নিয়েছে। ঘটনাস্থল শহরের কেন্দ্র থেকে প্রায় ৬.৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। রোববার দুপুর ১টার দিকে বনাঞ্চলে আগুন লাগার খবর পাওয়া যায় এবং এক ঘণ্টা পর, ২টার দিকে গুলির ঘটনা ঘটে।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন