Ridge Bangla

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরও সম্প্রসারিত করতে চান প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুনর্ব্যক্ত করেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি জানানো হয়। ড. ইউনূস বলেন, “আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি ৩১ জুলাই ঘোষিত ইউএসটিআরের সাম্প্রতিক সিদ্ধান্তের উল্লেখ করেন, যেখানে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর পারস্পরিক শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তিনি এটিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের বড় মাইলফলক হিসেবে বর্ণনা করেন। বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানো, তুলা ও সয়াবিনসহ কৃষিজ পণ্যের আমদানি বৃদ্ধি, এলপিজি আমদানি, সিভিল এয়ারক্রাফট কেনা, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রোহিঙ্গা মানবিক সংকটসহ নানা বিষয়ে আলোচনা হয়।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত। এতে শুল্ক ছাড়ের সুযোগ সৃষ্টি হবে এবং দুই দেশের জন্য টেকসই বাণিজ্য অংশীদারিত্ব সম্ভব হবে।” তিনি চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দ্রুত সই হওয়ার আশাবাদও ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউএসটিআর দক্ষিণ এশিয়া পরিচালক এমিলি অ্যাশবি, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মুরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন