মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো। ট্রাম্প জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর করা হবে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো দেশ পালটা ব্যবস্থা নেয়, তাহলে তাদের ওপর আরও বেশি কর বসানো হবে।
মেক্সিকো এই শুল্ককে ‘অন্যায্য চুক্তি’ হিসেবে আখ্যা দিয়ে জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “প্রয়োজনে আমরা সমপর্যায়ের পাল্টা ব্যবস্থা নেব।” তবে ইইউ ও মেক্সিকো দু’দেশই জানিয়েছে, তারা এখনো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী।
ট্রাম্প একইসঙ্গে ঘোষণা দিয়েছেন, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল থেকেও আমদানি করা পণ্যের ওপর নতুন শুল্ক বসানো হবে। তার এই ঘোষণার জবাবে ইউরোপসহ সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাবে এবং বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করবে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ব্যবসায়ী মহলে শুল্কনীতির বিরোধিতা দেখা যাচ্ছে। অনেকের মতে, এই শুল্কনীতি ট্রাম্পের আসন্ন নির্বাচনী প্রচারণায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।