Ridge Bangla

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় ১১৯ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্য অঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ১১৯ জনের প্রাণহানি ঘটেছে। কেবল কের কাউন্টিতেই ৯৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, এখনো সেখানে দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী ও একজন প্রশিক্ষক রয়েছেন, যারা ‘ক্যাম্প মিস্টিক’ নামে একটি খ্রিস্টান অল-গার্লস সামার ক্যাম্পে অংশ নিচ্ছিলেন এবং গুয়াডালুপে নদীর তীরে অবস্থান করছিলেন।

শেরিফ আরও জানান, নিহতদের মধ্যে ৩৬ জন শিশু ও ৫৯ জন প্রাপ্তবয়স্ক। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন দমকল ও উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

ঘটনার পর পুরো টেক্সাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিখোঁজদের স্বজনরা উদ্বেগে দিন কাটাচ্ছেন। আবহাওয়া দপ্তর নতুন করে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন