Ridge Bangla

যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধে ইউক্রেনের উদ্বেগ

প্রায় চার বছর ধরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সামরিক সহায়তা ছিল দেশটির অন্যতম ভরসা। তবে সম্প্রতি হঠাৎ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্র সরবরাহ স্থগিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কিয়েভ।

মঙ্গলবার (১ জুলাই) হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পর্যালোচনার পর ইউক্রেনসহ বিভিন্ন দেশে সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহের বিষয়টি নতুনভাবে বিবেচনা করা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, “আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতায় যে কোনো বিলম্ব বা সময়ক্ষেপণ আগ্রাসী শক্তিকে শান্তি প্রতিষ্ঠার বদলে যুদ্ধ ও সন্ত্রাস চালিয়ে যেতে উৎসাহিত করবে।”

খারকিভ অঞ্চলে ইউক্রেনের খার্টিয়া ব্রিগেডের কামান ইউনিট যুক্তরাষ্ট্রের তৈরি এম১০১এ১ হাউইটজার দিয়ে এখনও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, যা প্রমাণ করে মার্কিন অস্ত্রের ওপর ইউক্রেনের নির্ভরশীলতা।

বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় পশ্চিমা সহায়তা বন্ধ হলে ইউক্রেনের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত যুদ্ধের গতি-প্রকৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেও মত দিয়েছেন তারা।

আরো পড়ুন