যশোর শহরের বেজপাড়া এলাকায় মাদক সেবন নিয়ে বিরোধের জেরে তানভীর (২২) নামে এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ রোববার (৭ ডিসেম্বর) ভোরে তাঁকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় এক পথচারী উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত তানভীর বেজপাড়ার মিন্টু মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকের তিনটি মামলা রয়েছে। মৃত্যুর পর তাঁর প্যান্টের পকেট থেকে ৬১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুজনকে, পাশাপাশি একটি ছুরিও উদ্ধার হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে মাদক সেবনকে কেন্দ্র করে তানভীর ও তাঁর সহযোগীদের মধ্যে সংঘর্ষের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। তবে এর পাশাপাশি অন্য কোনো বিষয় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।