বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা মোড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও তার কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্যসহ একজন পথচারী আহত হয়েছেন। উত্তেজিত জনতা ঘটনাস্থলেই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহতরা হলেন খুলনা মেট্রোপলিটনের মজগুন্নি এলাকার রুবেল হোসেন এবং তার ১০ বছরের মেয়ে ঐশি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রুবেল হোসেন মোটরসাইকেলে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খুলনা থেকে শ্বশুরবাড়ি যশোরের শার্শা উপজেলায় যাচ্ছিলেন। পুলেরহাট চৌরাস্তা মোড়ে পৌঁছালে যশোরগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চারজন আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মেয়ে ঐশি মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে রুবেল হোসেনও মৃত্যুবরণ করেন।
রুবেলের স্ত্রী জেসমিন ও অপর কন্যা তায়েবাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পথচারী ওসমান আলীও দুর্ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।