যশোরের মণিরামপুর উপজেলার জামতলা এলাকায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের এক ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ছিনতাই হওয়া ৫৫ লাখ টাকার মধ্যে ৩২ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ জুন) বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে নগদের ডিস্ট্রিবিউটর রবিউল ইসলাম প্রাইভেটকারে যশোর শহর থেকে মণিরামপুর যাচ্ছিলেন। জামতলা এলাকায় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা চাপাতি দেখিয়ে গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা নগদের ৫৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ডিবি ও সাইবার ক্রাইম সেলের সমন্বিত অভিযানে প্রথমে সাগর হোসেন (২৪) কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: রনি গাজী (২৬), সুজন ইসলাম (৩৩), সোহেল রানা (২১), ইমাদুল গাজী (৪৬), নাসিম গাজী (১৯) এবং মূল পরিকল্পনাকারী চালক ইউসুফ আলী সাজু (৩১)। অভিযানে একটি মোটরসাইকেল, দুটি চাপাতি ও একটি টাকার ব্যাগ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।