Ridge Bangla

যত বাধাই আসুক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যত বাধাই আসুক, জনগণ তা প্রতিহত করবে। এটাই জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত নতুন সরকারের বৈধতা ও জনগণের সামাজিক চুক্তি।

বুধবার সকাল ১১টায় ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিশ্বের বিভিন্ন সভ্যতার ইতিহাসে যে সরকারগুলো গঠিত হয়েছে, তাদের তুলনায় বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে বৈধ। যারা অতীতে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, তারা এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তবে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র ব্যর্থ করবে। তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে ড. ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে।”

তিনি বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদের উদ্দেশে বলেন, ২০০৯ সালের পর থেকে লাখো মানুষ রাজনৈতিক মামলার শিকার হয়েছেন, অনেকেই গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিবাদী শাসনের সব সাংবিধানিক পথ রুদ্ধ হয়ে গেলে ছাত্র-জনতার জুলাই বিপ্লবই দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিয়েছে। এর মধ্য দিয়েই বর্তমান সরকারের বৈধতা এসেছে, আর সেই ক্ষমতা দিয়েছে জনগণ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুন্সি কামাল আজাদ পান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ, সহসভাপতি জাহিদুজ্জামান মনা, মো. আক্তারুজ্জামান ও মো. জাহিদুল ইসলাম।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন