‘সীতা রামান’-খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন। এইবার নায়িকার নিশানায় আনুশকা শর্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল এমন মন্তব্য করেছেন, যা নেটিজেনদের মতে সরাসরি আনুশকা শর্মাকে উদ্দেশ্য করে করা।
ম্রুণাল জানান, বহু ছবি তিনি প্রত্যাখ্যান করেছেন, কিছু ছবি নিজে প্রস্তুত না থাকায় ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন, “একটি ছবি দারুণ সফল হয়েছিল। ছবির নায়িকাকে খ্যাতি পেয়েছিল। কিন্তু পরে বুঝেছি, যদি আমি ওই ছবিতে কাজ করতাম, পরে হারিয়ে যেতাম। আর সেই নায়িকা এখন কাজও করছেন না, আমি এখনও কাজ করছি। এটাই আমার জন্য জয়।”
এখানে তিনি আনুশকা শর্মার খ্যাতি এবং বিরতির ইঙ্গিত দিয়েছেন। ম্রুণাল স্পষ্ট করেছেন, তিনি রাতারাতি খ্যাতি বা স্বল্পকালীন সন্তুষ্টি চান না। তার বক্তব্য অনুযায়ী হঠাৎ খ্যাতি আসলেও তা হঠাৎ চলে যায়। নেটিজেনরা ম্রুণালের এই মন্তব্যকে সরাসরি ‘সুলতান’ ছবির প্রসঙ্গে আনুশকার দিকে ইঙ্গিত হিসেবে দেখছেন। ম্রুণাল সেই ছবিতে প্রথম অভিনয় করার সুযোগ পাননি, পরে সেই জায়গায় অভিনয় করেছিলেন আনুশকা।
মন্তব্যের পর নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “অসম্ভব নিচু মনের মেয়ে, অন্য মহিলাকে অসম্মান করতেই হবে।” অন্য একজন মন্তব্য করেছেন, “আনুশকা স্বেচ্ছায় কাজ থেকে বিরত, তাই ম্রুণালের এই মন্তব্য মূর্খতা ছাড়া কিছু নয়।” এই বিতর্কের ফলে ম্রুণাল ঠাকুর ও আনুশকা শর্মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে।