Ridge Bangla

ম্রুণালের কটাক্ষে বিপাশার জবাব

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়, “তুমি কি এমন মেয়েকে বিয়ে করবে, যার মধ্যে পৌরুষত্ব বেশি, শরীর সাজানো মাংসপেশিতে? তাহলে গিয়ে বিয়ে করো বিপাশাকে। আমি বিপাশার চেয়ে অনেক ভালো!”

এই মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হতেই বুধবার (১৩ আগস্ট) বিপাশা বসু নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা দেন, যা অনেকের মতে ম্রুণালকে উদ্দেশ করেই বলা। স্টোরিতে লেখা ছিল—“শক্তিশালী নারীরা একে অপরের হাত ধরে এগিয়ে যায়।”

ক্যাপশনে বিপাশা আরও লেখেন, “সুন্দরী মহিলারা, পেশি গড়ো। আমাদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হওয়া উচিত। সুগঠিত পেশি থাকা স্বাস্থ্যের জন্য জরুরি। তাই এই পুরনো ধারণা ভেঙে দাও যে মেয়েরা শক্তিশালী বা অ্যাথলেটিক দেখাবে না।” স্টোরির শেষে তিনি যোগ করেন, “নিজেকে ভালোবাসুন।” যদিও সরাসরি ম্রুণালের নাম উল্লেখ করেননি।

অভিনয় জীবনে ম্রুণালকে সম্প্রতি দেখা গেছে অজয় দেবগন অভিনীত ‘সান অফ সর্দার ২’-এ, যা মুক্তি পেয়েছে ১ আগস্ট। তবে বক্স অফিসে ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি। তার হাতে রয়েছে ‘ডাকুইট: আ লাভ স্টোরি’ এবং ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, যেখানে অভিনয় করছেন বরুণ ধওয়ান ও পূজা হেগড়ে।

অন্যদিকে, বিপাশা বসুকে শেষবার বড়পর্দায় দেখা গেছে ২০১৫ সালের ‘অ্যালোন’ সিনেমায়। এরপর তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে মন দেন পরিবারে। ২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে করেন তিনি এবং ২০২২ সালে জন্ম নেয় তাদের কন্যা দেবী।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন