দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকে বিদেশে চলে যাওয়ায় মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত এ পদক্ষেপ নেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ ছাড়া আরও ৩৬ জন শিক্ষকের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
শিক্ষা অফিস সূত্র জানায়, অনেক শিক্ষক প্রথমে চিকিৎসা বা ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নেন, পরে আর কর্মস্থলে ফেরেননি। গোপনে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে। চাকরিচ্যুতদের মধ্যে নারীর সংখ্যা বেশি।
জেলায় বর্তমানে ১ হাজার ৬১৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এর মধ্যে সরকারি ১ হাজার ৫২টি। এখানে ৫ হাজার ১৫৬ শিক্ষক কর্মরত থাকলেও শূন্য পদ রয়েছে ৪৯৭টি, যার মধ্যে সহকারী শিক্ষকের পদই শূন্য ২২৩টি। ফলে শিক্ষক সংকট আরও প্রকট হচ্ছে।
রাজনগরের চাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাবেরী রানী দেব ছুটি শেষে আর ফেরেননি। সদর উপজেলার পতনঊষার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ সায়মা আজিজ কোনো ছুটি ছাড়াই যুক্তরাজ্যে চলে গেছেন বলে অভিযোগ। একইভাবে সদর, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার আরও কয়েকজন শিক্ষক বিদেশে গেছেন বলে জানা গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম জানান, আগস্ট পর্যন্ত ৪৮ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের আর পুনর্বহাল হওয়ার সুযোগ নেই।