রাজধানীর মৌচাকের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন জাকির, পেশায় গাড়িচালক, এবং মিজান। দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিল এলাকায়।
সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের বেজমেন্টে রাখা সাদা রঙের একটি টয়োটা ফিল্ডার গাড়ির ভেতরে মরদেহ দুটি দেখতে পান হাসপাতালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির নম্বর প্লেট ও বিআরটিএর তথ্য অনুযায়ী মালিকের সঙ্গে যোগাযোগ করে।
পুলিশ জানায়, রোববার (১০ আগস্ট) ভোরে গাড়ির মালিক হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে আসেন। তার সঙ্গে গাড়িচালক জাকির ও মিজান ছিলেন। পরে মালিক একা চলে গেলেও চালক ও তার সঙ্গী গাড়িতেই অবস্থান করছিলেন। নিরাপত্তারক্ষী জানান, প্রথমে দুজনকে ঘুমিয়ে আছে ভেবে ডাকেন, কিন্তু সাড়া না পেয়ে মৃত্যুর বিষয়টি বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে গিয়ে ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ সাংবাদিকদের বলেন, সিআইডি ও অন্যান্য বিশেষজ্ঞরা তদন্তে নেমেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে। গাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সব ধরনের তদন্ত শেষে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা পরিষ্কার হবে।